রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৬ হাতির

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৬ হাতির

শ্রীলঙ্কার হাবানারা এলাকায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি মারা গেছে। ট্রেনটি হাবারানা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার স্থল রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। খবর বিবিসির।

আজ বৃহস্পতিবার ভোরের ঠিক আগে এটি রেললাইনের ওপর দিয়ে পার হতে থাকা হাতির পালকে ধাক্কা দেয় টেন। পুলিশ জানিয়েছে, হাতির পালে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি।

এই দুর্ঘটনায় আহত দুইটি হাতিকে বন্যপ্রাণী দপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিচ্ছে। দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায় একটি হাতি রেললাইনের পাশে শুয়ে থাকা একটি আহত বাচ্চা হাতিকে পাহারা দিচ্ছে।

শ্রীলঙ্কায় হাতিকে হত্যা করা বা আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে আনুমানিক সাত হাজার হাতির বসবাস। তৃণভোজী ও নিরীহ এই রাজসিক প্রাণীকে শ্রীলঙ্কার জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতিতেও হাতির তাৎপর্য রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়। এরপর থেকে এখান দিয়ে ট্রেন চালানোর সময় গতিবেগ কম রাখার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com