
আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত | পড়ুন মিনিটে
উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশকে এ যাবৎ আর্থিক সাহায্য দিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। সম্প্রতি তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বের অন্তত ৫০টি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা স্থগিত করার কারণে এইচআইভি, পোলিও, এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবিলায় চলমান নানা কর্মসূচি প্রভাবিত হয়েছে। অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সাহায্য তহবিল পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ৫০টি দেশে এইচআইভি চিকিৎসা ও অন্যান্য সেবা ব্যাহত হয়েছে। বিবিসি।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
nykagoj.com | Stuff Reporter