রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে সুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দুই ধাপের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোজাকারার মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস।

রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নেন বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের তিন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ। ২৪ মিনিটের মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম ১২ মিনিট মূলত পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো পাঠ করেন, শেষ ১২ মিনিট বাংলা ভাষায় দোয়া করেন।

Facebook Comments Box

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com