রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অভিনব সমঝোতায় অনুষ্ঠিত হবে নিউইয়র্ক বইমেলা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনব সমঝোতায়  অনুষ্ঠিত হবে নিউইয়র্ক বইমেলা

 

অভিনব সমঝোতায় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা বইমেলা। । ঐক্যের অনুরোধে ফিরে এলেন মুক্তধারা ফাউন্ডেশনের বিদায়ী চেয়ারম্যান ড.নুরন নবী, ড. জিনাত নবী, ফাহিম রেজা নূর, মিসেস নূর ও স্বীকৃতি বড়–য়া। ২৪ এর ছাত্র গনঅভ্যুত্থানের সর্মথকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে তারা সোশাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তাদের এই ঘোষণার পর আওয়ামী লীগের কর্মি ও অনুসারীরা বলতে থাকেন, বইমেলা রাজাকারদের দখলে চলে যাচ্ছে। আমরা বইমেলার সাথে নেই। ড. নবীর মেয়াদকাল ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মুক্তধারা ফাউন্ডেশনের সভায় নির্বাচিত হয়েছেন (২০২৫—২০২৬) ডা. জিয়া উদ্দীন আহমেদ। বইমেলার আহবায়ক নির্বাচিত হন প্রবীণ সাংবাদিক রোকেয়া হায়দার। তাদের নির্বাচিত করার পরপরই একটি অংশ বইমেলা থেকে নিজেদের গুটিয়ে নেবার ঘোষণা দেন। স্পষ্টত বিভক্ত হয়ে পড়েন বইমেলার আয়োজকরা।বইমেলার কারিগর, মূল উদ্যোক্তা এবং মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সচিব বিশ্বজিত সাহা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি আজকালকে বলেন, বইমেলায় দলীয় রাজনীতির সুযোগ নেই। আমাদের চেতনায় মহান মুক্তিযুদ্ধ। গনতান্ত্রিক বাংলাদেশই আমাদের সতত মনেপ্রানে। বইমেলার সাথে জড়িত ও শুভাকাংখিরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ। এক প্রশ্নের জবাবে বিশ্বজিত বলেন, রাজনৈতিক চিন্তাধারায় ভিন্নতা থাকতে পারে। বইমেলা প্রশ্নে আমরা এক পরিবারের সদস্য। এবারের বইমেলায় তার ব্যত্যয় হবে না। পরিস্থিতি ও পরিবেশের কারণে আমাদেরকে আলোচনা ও সমঝোতা করে অনেক সিদ্ধান্ত নিতে হয়। নতুন চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ হলেও আসন্ন বইমেলা পর্যন্ত ড. নুরুন নবীই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বইমেলার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন আজকালকে বলেন. বইমেলার স্বার্থেই আমরা সমঝোতা করেছি। ডিসেম্বরে শেষ হবার কথা থাকলেও ড. নবী আসন্ন বইমেলা পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। প্রবাসে বইমেলা আমাদের বড় একটি অর্জন। ছোটখাটো বিষয় নিয়ে তার সৌন্দর্য হানি হোক আমরা চাই না। শেষ কথা, সবাইকে নিয়েই বইমেলা হচ্ছে। এটাই বড় সত্য। আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চার দিনের এই মেলা জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। (সূত্র-আজকাল)

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com