রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত কি চীনের দিকে ঝুঁকছে

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   44 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত কি চীনের দিকে ঝুঁকছে

সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ফের সরাসরি বিমান চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। দুই প্রতিবেশীর মধ্যে প্রাণঘাতী সামরিক সংঘাতের প্রায় পাঁচ বছর পর আবার ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। সোমবার চীন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইদংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ ঘোষণাকে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের শীতল সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের কারিগরি কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে একটি হালনাগাদ কাঠামো নিয়ে আলোচনা করবে। চীন আবারও হিন্দু দেবতা কৃষ্ণের জনপ্রিয় তীর্থযাত্রার অনুমতি দিয়েছে, যা মহামারির শুরুতে স্থগিত করা হয়েছিল। বিবৃতিতে দুই দেশ সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়। মহামারির আগে ভারত-চীনের মধ্যে প্রতি মাসে প্রায় ৫০০টি সরাসরি ফ্লাইট পরিচালিত হতো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিমান পরিষেবা ফের চালুর বিষয়ে উল্লেখ না থাকলেও বলা হয়েছে, গত বছর থেকে দুই দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করছে। চীন-ভারত সম্পর্ক উন্নয়ন দুই দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ।

২০২০ সালে হিমালয় সীমান্তে ভারত ও চীনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সংঘর্ষের জেরে চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগের পথ কঠিন করে তোলে ভারত। ভারতীয় সরকার দেশটিতে জনপ্রিয় শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে।

Facebook Comments Box

Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com