শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা গুম ও খুনের নির্দেশ দিতেন: এইচআরডব্লিউ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা গুম ও খুনের নির্দেশ দিতেন: এইচআরডব্লিউ

শেখ হাসিনা নিজে গুম-খুনের নির্দেশদাতা ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার যমুনায় এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করে। যেখানে এ তথ্য উল্লেখ রয়েছে।

বাসস জানায়, এইচআরডব্লিউর প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি ও দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করে।

ইলেইন পিয়ারসন বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই।’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে।’

শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রচেষ্টার প্রশংসা করে ড. ইউনূস বলেন, ‘আপনাদের প্রতিবেদনগুলোতে গত ১৬ বছরের একনায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে।’ তিনি বলেন, র‌্যাব অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি এবং শাস্তি পেতে হবে।

পিয়ারসন বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। এ জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা উন্মুক্ততা ও স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি। ১৬ বছরের দমন-পীড়ন এবং অপরাধের ক্ষতিপূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে।’

Facebook Comments Box

Posted ৩:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com