রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পর বাড়ি ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা

বিবিসি বাংলা   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুদ্ধবিরতির পর  বাড়ি ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা

কয়েক ঘণ্টা বিলম্ব হলেও টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে রোববার সকালে। স্থানীয় সময় সকাল সোয়া এগারোটায় এই যুদ্ধবিরতি শুরু হয়। হামাস প্রথম দফায় তিন নারী জিম্মির তালিকা প্রকাশের পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে জিম্মিদের তালিকা না পাওয়ায় যুদ্ধবিরতি পিছিয়ে দেয় ইসরায়েল।

হামাসের নাম প্রকাশের বিলম্বের মধ্যেই স্থানীয় সময় সকালে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে হামাস এক টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের তিনজন নারী জিম্মির নাম প্রকাশ করেছে। যাদের যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেয়া হবে। ওই তিনজন জিম্মির তালিকা প্রকাশের পরই সোয়া এগারোটায় যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় দুপুরের পর ওই নারী জিম্মিদের ফেরত আনতে রেডক্রসের একটি দল গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের মাধ্যমেই ওই তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হবে বলে ইসরায়েলি মিডিয়া ও রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে ওই জিম্মিরা কেবলমাত্র দেশে ফিরলেই এ নিয়ে মন্তব্য করবে তারা।

ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পরই এর বিরোধিতা করে পদত্যাগ করেন দেশটির কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার হাজার হাজার গৃহহীন বাসিন্দা বাড়িতে ফিরতে শুরু করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র ১৫ মিনিট পর রোববার গাজায় মানবিক সাহায্যবাহী ট্রাকগুলো ঢুকতে শুরু করে বলে এক্স এর পোস্টে জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক কর্মকর্তা জোনাথন হুইটাল।

Facebook Comments Box

Posted ৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com