রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতা-প্রতিপত্তি নিয়ে এক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, এটি গণতন্ত্রের জন্য হুমকি

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষমতা-প্রতিপত্তি নিয়ে এক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, এটি গণতন্ত্রের জন্য হুমকি

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। মার্কিনিদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে।

প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প-এর অভিষেকের পাঁচ দিন আগে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন।

তিনি বলেন, মার্কিনিরা ভুল তথ্য, অপ তথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি ক্ষমতাশালীরা তাঁদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন।

বাইডেনের বিদায়ী ভাষণ ছিল ওভাল অফিস থেকে তার পঞ্চম এবং শেষ আনুষ্ঠানিক ভাষণ। বাইডেন সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে বক্তব্য রাখেন, যেখানে তিনি তাঁর পররাষ্ট্রনীতির রেকর্ড-এর প্রশংসা করেন।

ছয় মাস আগে ওভাল অফিস থেকে তাঁর আগের ভাষণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে অনুমোদন করেন।

Facebook Comments Box

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com