রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়

ভারতের বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেছেন, বাংলাদেশকে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সহনশীল রাষ্ট্র দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। এ ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ জড়িত এবং বাংলাদেশ নিয়ে দু’দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। গত শুক্রবার কলকাতায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন প্রশাসন ও নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান এরিক গার্সেটি। তিনি জানান, গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেন। এতে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। কীভাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়, কীভাবে নির্বাচন আয়োজন সহজ হয় এবং মানুষকে কীভাবে রক্ষা করা যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়।

গার্সেটি বলেন, যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সব সময় ভালো হবে এমনটা নয়। বিশ্ব সম্প্রদায় তা গ্রহণ করলে বিষয়টি ইতিবাচক হতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশিই মিল রয়েছে।

গত ৩১ অক্টোবর এক্স বার্তায় ট্রাম্প বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করে বলেন, তাঁর নজরদারিতে বাংলাদেশে কখনই এমনটি ঘটত না। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।
গত মাসে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবি জানিয়ে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছিলেন। বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ‘ক্রমাগত নিপীড়নে’র বিষয়টিও ট্রাম্পের কাছে তুলে ধরে জোটটি। বাংলাদেশে সংখ্যালঘুদের অস্তিত্ব ‘হুমকির’ মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তারা।

Facebook Comments Box

Posted ৪:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com