শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার লন্ডনে হৃদয়ে ৭১ শীর্ষক ” আলোচনা সভায় বক্তারা

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার লন্ডনে হৃদয়ে ৭১ শীর্ষক ” আলোচনা সভায় বক্তারা

‘একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার” একাত্তরের অর্জন যাতে নষ্ট নাহয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একাত্তরের চেতনাকে ধারন করে আরো একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন। গতকাল ২৮ নভেম্বর শনিবার লন্ডন সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেষ্টুরেন্টে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখা আয়োজিত “হৃদয়ে ৭১ শীর্ষক ” আলোচনা সভায় বক্তারা এঅভিমত ব্যক্ত করেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের সভাপতি মুক্তিযোদ্ধা খলিল কাজি ওবিইর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা কাউন্সিলার মুজিবুর রহমান জসিম ও কবি আজিজুল আম্বিয়ার যৌথ পরিচালনায় ব্রিটেনে বসবাসরত মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক,সাংস্কৃতিক কর্মি, চিকিৎসক, গবেষক ও কবি সাহিত্যিকরা অংশ নেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক জালাল উদ্দিন, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ডাঃ কাজী মখলিছুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, সত্যব্রত দাশ স্বপন, সংগঠনের সহসভাপতি কবি ও কাউন্সিলার আব্দুল আজিজ তকি, মানবাধিকার কর্মি আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, রাজনীতিক সারব আলী, রফিকুল উল্লাহ, মানবাধিকার কর্মি জাহানারা রহমান, রাজনীতিকি সৈয়দ ছুরুক আলী, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, কবি নজরুল ইসলাম অকিব, সাংবাদিক কামরুল আই রাসেল প্রমুখ।

সভায় বঙ্গবন্ধুর বাড়ি সহ সরকারী স্থাপনায় হামলা ও বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়ায় তীব্র নিন্দা জানানো হয়। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, কবি এডভোকেট মুজিবুল হক মনি, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।

Facebook Comments Box

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com