শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের যুদ্ধবিরতিকে ‘ভণ্ডামি’ বলল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুতিনের যুদ্ধবিরতিকে ‘ভণ্ডামি’ বলল ইউক্রেন

অর্থোডক্স ক্রিসমাস ঘিরে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির যে ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন তা প্রত্যাখান করেছে কিয়েভ। একইসঙ্গে পুতিনের এই যুদ্ধবিরতির ঘোষণাকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই অর্থোডক্স ক্রিসমাস উদযাপন করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কট্টর পুতিন সমর্থক রাশিয়ার আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক কিরিল যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর রুশ নেতার পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। খবর এএফপির।

পুতিনের বক্তব্য উদ্ধৃত করে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনায় নিয়ে আমি (পুতিন) রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেন পক্ষের মধ্যে যোগাযোগের সম্পূর্ণ লাইন বরাবর একটি যুদ্ধবিরতি প্রবর্তনের নির্দেশ দিচ্ছি।’

ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি ৬ জানুয়ারি ১২:০০ টা (০৯০০ জিএমটি) থেকে ৭ জানুয়ারি ২৪:০০ টা (২১০০ জিএমটি) পর্যন্ত কার্যকর থাকবে।

কিয়েভ এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, রাশিয়াকে অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে অন্যথায় এটি একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও পুতিনের ঘোষণাকে একইভাবে খারিজ করে দিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com