
রাজনীতি ডেস্ক | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 117 বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের মালামাল ক্রোকের জন্য আদালতের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ মিছিল হয়।
মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, ‘সরকার জিয়া পরিবারকে ভয় পায় বলে একের পর এক ষড়যন্ত্র করছে। সরকারের নির্দেশনায় তাদের আজ্ঞাবহ আদালত তারুণ্যের অহংকার তারেক রহমান ও তাঁর সহধর্মীনীর বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা জিয়া পরিবারের ইমেজ ক্ষুন্ন করার হীনপ্রচেষ্টা চালিয়েছে। কিন্তু যে জিয়া জনতার অন্তরে, যে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যে তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে নিরলস পরিশ্রম করছেন তাদের ইমেজ এই অবৈধ সরকার ক্ষুন্ন করতে পারবে না। এই সরকারের আর বেশি সময় নেই, পরিবর্তন আসবেই। তখন এসব ষড়যন্ত্রমূলক মামলায় যারা ইন্ধন জুগিয়েছে, যারা সরকারের পদলেহন করে রায় দিয়েছে জনতার আদালতে তাদেরই বিচার হবে।’
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘এসব মামলা হামলা বিএনপি নেতা-কর্মীরা পরোয়া করে না। দেশের জনগণও জানে মামলা দিয়ে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার দীর্ঘ ষড়যন্ত্র করছে অবৈধ সরকার। তাই যে জনতা জিয়া পরিবারকে ভালোবাসে সেখানে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদার) রফিকুল ইসলাম, সরদার নুরুজ্জামান, ডা. জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, উত্তরের সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদসহ হাজারের উপর নেতাকর্মী।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter