শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের শ্বশুরকে প্রশাসনে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেয়ের শ্বশুরকে প্রশাসনে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

মেয়ে টিফানি ট্রাম্পের শ্বশুর ও লেবাননের ব্যবসায়ী মাসাদ বুলোসকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মাসাদ একজন দক্ষ আলোচক এবং মধ্যপ্রাচ্যে শান্তির একজন অবিচল প্রবক্তা। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যকে জর্জরিত করছে।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।

মাসাদ বুলোস প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের আরব সম্প্রদায়কে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি করানোর কাজ করেছেন। ট্রাম্প বলেন, মাসাদ একজন দক্ষ আইনজীবী এবং আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী নেতা।

Facebook Comments Box

Posted ৫:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com