শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইসিসির পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে নেতানিয়াহু

দেশ ও দেশের বাইরে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি তাঁকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক ও দেশটির কর্মকর্তারা। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় পাল্টে গেছে ইহুদিবাদী নেতাদের হিসাবনিকাশ। খবর রয়টার্স ও আলজাজিরার।

নেতানিয়াহুর দুর্নীতির বিচারে সাক্ষ্য দেওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে এই গ্রেপ্তারি পরোয়ানা তাঁকে বড় ধরনের বিপদে ফেলে দিয়েছে। কয়েক বছর ধরে আটকে থাকা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে পারে। নেতানিয়াহু আইসিসির সিদ্ধান্তকে ইহুদিবিরোধী বলে নিন্দা করেছেন। পাশাপাশি তিনি ও গ্যালান্ট গাজার বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানো এবং ইচ্ছাকৃতভাবে তাদের দুর্ভিক্ষে ঠেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

নেতানিয়াহুর ভাগ্য নিয়ে অবশ্য কেউ কেউ এখনও আশাবাদী। তাদেরই একজন জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইয়োনাটান ফ্রিম্যান। তিনি বলেন, ইসরায়েলিরা সত্যিই বিরক্ত হয় যদি তারা মনে করে বিশ্ব তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন তারা তাদের নেতাকে আরও বেশি সমর্থন দেয়। সুতরাং যারা আশা করছে, আইসিসির রায় এই সরকারের অবসান ঘটাবে এবং যারা এই যুদ্ধকে ত্রুটিপূর্ণ নীতি হিসেবে দেখছে, তারা আসলে ভুল করছে। বরং তার বিপরীত হতে চলেছে।

নিউইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল ওফির আকুনিস বলেন, আইসিসির এই সিদ্ধান্ত লেবাননে একটি চুক্তি এবং জিম্মি ইস্যুতে ভবিষ্যতের আলোচনার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তবে হামাস আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, হামাস বা হিজবুল্লাহ এটিকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ হিসেবে দেখছে।

লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, সার্বিয়ার স্লোবোদান মিলোসেভিচসহ হাতেগোনা কয়েকজনের সঙ্গে অপরাধীর তালিকায় যুক্ত হলো নেতানিয়াহুর নাম, যারা আইসিসি ওয়ারেন্ট মাথায় নিয়ে কঠিন ভবিষ্যতের মুখোমুখি হয়েছেন। এর অর্থ হলো ইউরোপের বেশির ভাগ রাষ্ট্রসহ আইসিসির সদস্য ১২৪টি দেশের যে কোনো একটিতে ভ্রমণ করলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তিনি নিরাপদে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন। কারণ দেশটি আইসিসির সদস্য নয়।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ইউভাল শ্যানি বলেন, যাই হোক অভিযোগগুলো শিগগির অদৃশ্য হয়ে যাবে না। খুব সরাসরি বললে, ইসরায়েলি রাষ্ট্র বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হতে চলেছে।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার খবরে বলা হয়, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালায়। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়।

অন্যদিকে অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশটির নির্বিচার হামলায় গাজার নিহতের সংখ্যা অন্তত ৪৪ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে। লেবাননেও প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ নিয়ে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৭০ জনে।

Facebook Comments Box

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com