শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিটিআইয়ের বিক্ষোভ সামলাতে ইসলামাবাদে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   28 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিটিআইয়ের বিক্ষোভ সামলাতে ইসলামাবাদে লকডাউন

কারাগার থেকেই বিক্ষোভের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দেয় তাঁর হাজার হাজার সমর্থক। পিটিআইর ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমরানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকদের বিক্ষোভের মুখে রাজধানী ইসলামাবাদ নিরাপত্তার চাদরে মুড়ে রাখতে লকডাউন আরোপ করা হয়েছে।

পিটিআই সদস্যদের নেতৃত্বে ইমরান সমর্থকরা ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়া এবং পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হওয়ার পরিকল্পনা করেছে। এ কারণে রাজধানীতে প্রবেশের মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর বেশির ভাগ প্রধান সড়কে জাহাজের কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছে সরকার। পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনীর সদস্যদের দাঙ্গা দমনের সরঞ্জামসহ প্রধান সড়ক গুলোতে মোতায়েন করা হয়েছে। এমনকি সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও বন্ধ রেখেছে সরকার।

ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে বলেছে, আইনি বিধান অনুযায়ী যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস এক্স-এ জানিয়েছে, বিক্ষোভের আগে হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবাগুলোও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক ভিডিও বার্তায় জনগণকে রাজধানীর প্রবেশমুখের কাছে ‘ডি চৌক’নামে পরিচিত রেড জোনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। ইমরানের স্ত্রী বুশরা বিবি বলেন, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে এবং তিনি জনগণকে নির্দেশনা দিলে তবেই বিক্ষোভের তারিখ পরিবর্তন করা যেতে পারে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর ডন ও জিও নিউজের।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com