রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজা-রানি

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজা-রানি

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরে আসছেন। ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনার অংশ হিসেবে তিনি এই তিন দেশে আসতে পারেন। তবে কবে নাগাদ এই সফর শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। খবর- ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই তিন দেশ সফরের খসড়া তৈরি করা হচ্ছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে- কিছু দিনের মধ্যে ব্রিটিশ রাজা ও রানি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সফর করতে পারেন। এ বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ রাজা।

ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করেন।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদে‌শের সম্প‌র্কের ঐতিহ্য বি‌বেচনায় এ সফর বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com