রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তি চেয়ে বাইডেনের কাছে ৪৬ কংগ্রেসম্যানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইমরান খানের মুক্তি চেয়ে বাইডেনের কাছে ৪৬ কংগ্রেসম্যানের চিঠি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি চিঠি লিখেছেন। চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে তাঁকে আটক ও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। এর আগে গত অক্টোবরে আরও ৬০ সদস্য বাইডেনকে চিঠি লিখে এ আহ্বান জানান। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া নির্বাচনে ব্যাপক জালিয়াতি, অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করার অভিযোগে তুলেছে।

কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেন। এ ছাড়া নির্বিচার গ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক মাধ্যম ব্যবহারে ইন্টারনেট নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন তারা।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি জানিয়েছেন, পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি, যা ইমরান খানকে সামরিক আদালতে বিচার করার পরিকল্পনার ইঙ্গিত দেয়।

ডনের খবরে বলা হয়েছে, ইমরানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা জুলফিকার বুখারি লেবার পার্টির এমপি কিম জনসনকে একটি চিঠি লিখেছেন। এতে ইমরানকে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে জনসনসহ ব্রিটেন পার্লামেন্টের প্রায় ২০ এমপি দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির কাছে জানতে চান, গণতান্ত্রিক বিষয় সামরিক আদালতে কেন তোলা হবে। এ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চান তারা। অবশ্য এক শুনানিতে ফেডারেল সরকার আদালতকে জানিয়েছিল, সামরিক আদালতে খানের বিচার তাদের বিবেচনাধীন নয়।

Facebook Comments Box

Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com