
আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে
গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস প্রস্তুত জানিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে এসব কথা বলেন।
তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরায়েল তা মেনে চলে; তাহলে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়।
শনিবার কাতার জানায়, তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে কোনো সমাধানে পৌঁছানো পারেনি দেশটি।
শুক্রবার হামাসের এই ঘোষণার পর, ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে, যেখানে মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির মাটি ও খণ্ডাংশ খুঁজে বের করতে ব্যস্ত ছিলেন।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter