শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইনে পরিণত হলো রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইনে পরিণত হলো রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি

উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন পরিণত করেছে রাশিয়া। শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গত জুনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চুক্তিটি সই করেছিলেন। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এ সপ্তাহে চুক্তিটি অনুমোদন করেছে। আর গত মাসে নিম্নকক্ষে এই চুক্তি অনুমোদন পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি সই করেন। সেই ডিক্রি শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২২ সালের ফেব্রয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসন শুরুর পর থেকে মস্কো এবং পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আরও পাকাপোক্ত করেছে এই চুক্তি।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা দেশগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা রুশ হামলাস্থলে এই অস্ত্রের চিহ্ন খুঁজে পেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ায় ১১ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাদের মধ্যে কিছু সেনা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে কিইভের বাহিনীর সঙ্গে লড়াইয়ে হতাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জানায়নি রাশিয়া।

Facebook Comments Box

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com