রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনে দেখা যাবে না নিকি হ্যালি ও মাইক পম্পেওকে

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্প প্রশাসনে দেখা যাবে না নিকি হ্যালি ও মাইক পম্পেওকে

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে নিঃশঙ্কচিত্তে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থীডোনাল্ড ট্রাম্প। তখন খুব কমসংখ্যক মানুষই ভাবতে পেরেছিলেন, তিনি আবারও সদম্ভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির হাল ধরতে পারবেন। তবে তা বাস্তবে রূপ দিয়েছেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে তাঁর ঐতিহাসিক ও অবিস্মরণীয় প্রত্যাবর্তন ঘটেছে। তিনি বড় ব্যবধানে জয় পেয়েছেন। পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে তাঁর দল। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও রিপাবলিকান পার্টি এগিয়ে আছে।

চার বছর পর আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চেয়ারে বসছেন তিনি। এর আগেই নতুন প্রশাসন গঠনের কাজও করছেন। তার প্রশাসনে কারা থাকছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা তথ্য আসছে। তবে নতুন প্রশাসনে থাকছেন না রিপাবলিকান দলের নেতা ও প্রেসিডেন্ট পদে তার সাবেক প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বর্তমান প্রশাসনে যোগদানের জন্য সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে আহ্বান জানানো হবে না। আগে তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে ব্যাপক উপভোগ করেছি।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সাউথ ক্যারোলিনার সাবেক গর্ভনর নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী হওয়ায় ট্রাম্প তার ব্যাপক সমালোচনা করেন। যদিও শেষ পর্যন্ত রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী পদে টিকে থাকতে পারেননি হ্যালি।

অন্যদিকে মাইক পম্পেও ট্রাম্পের আগের প্রশাসনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর মাইক পম্পেই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানের হয়ে লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে তাকে রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো।

Facebook Comments Box

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com