রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেনসিলভানিয়ায় জিতলেই আমরা জিতে যাব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেনসিলভানিয়ায় জিতলেই আমরা জিতে যাব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জিততে পারলেই ভোটে জিতে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে এসব কথা বলেন ট্রাম্প। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে উন্নত করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। আপনাকে বিপদে ফেলার সুযোগ তাদের দেবেন না। আপনারা ভোট দিন, এর সম্পূর্ণ আইনি আপনাদের অধিকার আছে। যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোট গ্রহণ চলছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কোথাও শেষের পথে, কোথাও এখনো চলছে। বুথ ফেরত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ তথ্য অনুসারে, ট্রাম্প ২১১ ও কমলা পেয়েছেন ১৫৩ ইলেকটোরাল কলেজ ভোট।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। এই ৭ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়া একটি। অন্য ৬টি হলো— নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এই অঙ্গরাজ্যগুলোতে কেউই সুনির্দিষ্টভাবে এগিয়ে নেই।

প্রসঙ্গত, জনমত জরিপে এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গিয়েছিল।fcvf

Facebook Comments Box

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com