শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল ‘যথাযথ’ জবাব পাবে: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েল ‘যথাযথ’ জবাব পাবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে যুদ্ধ দেখি না। দেশ ও জাতির অধিকারে যুদ্ধ প্রতিরোধ করব। ইহুদি বাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। ইরানে হামলার জন্য ইসরায়েলকে ‘যথাযথ’ জবাব দেওয়া হবে। রোববার তিনি এ কথা বলেছেন। খবর- আল আরাবিয়া

এদিকে ইসরায়েলের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা ইরানের কর্মকর্তারাই ঠিক করবেন বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানে ইসরায়েলের হামলাকে কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়, আবার অতিরঞ্জিত করাও ঠিক হবে না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাকে সুনির্দিষ্ট এবং শক্তিশালী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়েছে।

শুক্রবার রাতে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে তেহরানের আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারের মধ্যে ছিলেন। তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন তারা। সেখান থেকে তারা এই হামলার বিষয়ে নির্দেশনা দেন।

হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলে ইরানের হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর কাছের শহর কারাজেও বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সাতটি বিস্ফোরণের শব্দ গুনেছেন তিনি। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরাইলে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরাইলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com