রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোদি-জিনপিং বৈঠক হচ্ছে ৫ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   105 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদি-জিনপিং বৈঠক হচ্ছে ৫ বছর পর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। গত পাঁচ বছরের মধ্যে এটি তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। ভারতীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার কাজান শহরে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বরফ গলাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস সম্মেলনের আয়োজন করেছেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বিক্রম মিশ্রি বলেন, ব্রিকস সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা স্পষ্ট করে জানাননি তিনি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে জিনপিংয়ের ভারতের মহাবালিপুরাম শহর সফরকালে মোদির সঙ্গে তাঁর সর্বশেষ মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।

এর কয়েক মাস পর ২০২০ সালে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। ওই বছরের জুনে ভারতের হিমালয় অঞ্চলের লাদাখ সীমান্তে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের অন্তত ২০ জন ও চীনের চার সেনাসদস্য নিহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষ সীমান্ত থেকে হাজারো সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সেখানে সেনাদের টহলে না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। খবর- বিবিসি।

Facebook Comments Box

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com