শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৩১

গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরা।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে গতকাল বুধবার এক দিনে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে কিছুই বাদ যাচ্ছে না। শরণার্থীশিবির, বিদ্যালয়, এমনকি হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com