শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তারা আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসায় কোথাও অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে, সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে।

আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন তাদের দ্বিতীয়বার সরকারের কাছে আসতে না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। তাদের কাউন্সিলিং প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন অংশ নেন। তারা চিকিৎসার অগ্রগতি বিষয়ে অবহিত করেন এবং উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Facebook Comments Box

Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com