
আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত | পড়ুন মিনিটে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি স্পষ্ট করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের মনোভাব কী জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, আমরা এই বিষয়ে প্রতিবেদন দেখেছি। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাই না।
গতকাল বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়াসহ সাম্প্রতিক ছুটি বাতিল ও ভারতীয় ভিসা প্রসঙ্গে তিনটি প্রশ্ন রাখা হয়। এর মধ্যে শেখ হাসিনা ভারতে আছেন, নাকি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে জল্পনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা সত্যিই ভারতে আছেন কিনা তা জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে জবাব দিতে গিয়ে রণধীর জয়সোয়াল স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনও আছেন, থাকবেন।’
অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিকেল ও জরুরি ভিসা হাইকমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আমরা তখন তাই করব।’
এ প্রসঙ্গে জয়সোয়াল আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর আক্রমণ এবং দুর্গাপূজার মণ্ডপে ভাঙচুরের বিরুদ্ধে ভারত বিবৃতি দিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তখন সংখ্যালঘুদের রক্ষা করার আশ্বাস দিয়েছিল। সেই প্রতিশ্রুতি তাদের পালন করা দরকার।
Posted ৭:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter