রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্তি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্তি দিল চীন

মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিয়েছে চীন। ২০০৬ সাল থেকে তিনি চীনে কারাবন্দি ছিলেন। প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন। ৬৮ বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার

ওয়াশিংটনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে, যাজক ডেভিডকে ভুলভাবে আটকে রেখেছে চীন। অনেক বছর আগে থেকেই ডেভিডের মুক্তি চেয়ে আসছিল মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের কারাগার থেকে ডেভিডের মুক্তির ঘটনাকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরেছেন। প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।

এর আগে ডেভিডের মেয়ে অ্যালিস সংবাদমাধ্যমকে বলেন, তার বাবার স্থানীয় সময় রোববার টেক্সাসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, ‘আমি কতটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’

শুধু ডেভিড নন, চীনের কারাগারগুলোয় আরও কয়েকজন মার্কিন নাগরিক বন্দি আছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে মার্কিন ব্যবসায়ী কাই লি–কে বন্দী রেখেছে বেইজিং।

Facebook Comments Box

Posted ৪:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com