
জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 26 বার পঠিত | পড়ুন মিনিটে
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধের বিষয় সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কি বিদায়ী সাক্ষাতে এলে এ কথা জানান তিনি।
বাসস জানায়, রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বলেন, আগামী বছর কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন
শুরু হবে বলে তারা আশা করছেন। প্রকল্পটি রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায় বাস্তবায়ন হচ্ছে।
সাক্ষাতে তারা বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমের অনুসন্ধান কার্যক্রম এবং রাশিয়া থেকে গম ও সারের জোগান নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহায়তা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহে দেশটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান। সহযোগিতা বাড়াতে স্পেনের প্রতি আহ্বান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিগত বছরগুলোয় বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট হয়েছে, তাই দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।
গতকাল ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
Posted ৩:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter