শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নির্বাচন ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে, শঙ্কা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে নির্বাচন ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে, শঙ্কা বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র এক মাস। যথারীতি এবারের নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জনমত জরিপে আভাস মিলছে। তবে জয়ের সম্ভাবনা বেশি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের। নির্বাচনী উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে নভেম্বরের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হবে। তবে উদ্বেগ প্রকাশ করেছেন ভোট ‘শান্তিপূর্ণ’ নাও হতে পারে না। শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আশঙ্কার কারণ জানিয়ে বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত দিন যা বলেছেন এবং নির্বাচনের ফলাফল পছন্দ না হওয়ায় তিনি গতবার যা বলেছিলেন, তা অত্যন্ত বিপজ্জনক ছিল।

এবারের নির্বাচনে সাতটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদপত্রটি বলছে, এসব রাজ্যের মাত্র কয়েক হাজার ভোট পুরো নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

এ পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত ৩০ দিনের লড়াইয়ে নেমে পড়েছেন। ট্রাম্পের প্রচারণা শিবির মনে করে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং ভয়াবহ হারিকেনে যুক্তরাষ্ট্রে দুই শতাধিক লোকের মৃত্যুর মতো সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শেষ সপ্তাহগুলোতে তাদের সুবিধা দেবে।

২০২০ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সান আন্তোনিওর প্রাক্তন মেয়র জুলিয়ান কাস্ত্রো বলেন, আমি মনে করি কমলা জয়ী হতে যাচ্ছেন। তবে নিশ্চিত করে বলতে পারছি না তিনিই জয়ী হবেন। কারণ ২০১৬ সালের অভিজ্ঞতা আমাদের সবাইকে শিখিয়েছে আপনি এই লোকটিকে (ট্রাম্পকে) হিসাবের বাইরের রাখতে পারবেন না।’

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা। এ কারণে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে তিনি বিলম্ব করছেন, ডেমোক্র্যাট নেতাদের এমন উদ্বেগের মধ্যে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com