নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত | পড়ুন মিনিটে
বেবি নাজনীনের মিউজিক্যাল নাইট সোমবার ৩০ সেপ্টেম্বর। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান শুরু হবে। বেবি নাজনীন ফ্যানস ক্লাব, নিউইয়র্ক আয়োজিত এই অনুষ্ঠান সফল করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন আকাশ রহমান—চেয়ারম্যান,গিয়াস আহমেদ—প্রধান উপদেষ্টা,জিল্লুর রহমান জিল্লু—প্রধান সমন্বয়কারি, জসিম ভূইঁয়া— আহবায়ক, মোহাম্মদ কাশেম—সদস্য সচিব ও রিয়াজ মাহমুদ—যুগ্ম সদস্য সচিব।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam