রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চার ডিআইজি ও ছয় পুলিশ সুপারের বদলি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   32 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চার ডিআইজি ও ছয় পুলিশ সুপারের বদলি

পুলিশের চারজন ডিআইজি ও ছয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রংপুর রেঞ্জে নতুন ডিআইজি এবং নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

বদলি হওয়া ডিআইজিদের আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি, এস এন মো. নজরুল ইসলামকে সিআইডি, এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং মো. শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বদলি হওয়া তিন জেলায় নতুন পুলিশ সুপার হলেন- মো. আব্দুল্লাহ আল ফারুক (নোয়াখালী), শেখ জাহিদুল ইসলাম (ঠাকুরগাঁও) এবং মো. মাহফুজুর রহমান (কুড়িগ্রাম)।

এছাড়া রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদকে ট্যুরিস্ট পুলিশে এবং নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারী ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com