লাইফস্টাইল ডেস্ক | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে
মাথায় খুশকি থাকলে তা থেকে কপালে, পিঠে, মুখে ছড়িয়ে পড়ে। খুশকি থেকে কপালে, মুখের বিভিন্ন অংশে ব্রণ হয়। এটি নারী-পুরুষ উভয়েরই সমস্যা। বয়ঃসন্ধিজনিত কিংবা শারীরিক কারণেও ব্রণ হয়। তবে কপালে বা পিঠে খুশকিজনিত ব্রণ কিন্তু সাধারণ ব্রণের চেয়ে আলাদা। তাই এ ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ মেনে শ্যাম্পু ব্যবহার করতে হয়। এতে ধীরে ধীরে ব্রণ উবে যায়।
চিকিৎসকেরা বলছেন, ব্রণের মতো দেখতে কিন্তু একে ব্রণ বললেও ভুল হয়। বরং এই ধরনের সমস্যাকে ছত্রাকঘটিত রোগ বলা চলে। সাধারণত চুলের ফলিকল বা মাথার ত্বক থেকে এই ধরনের সংক্রমণ শুরু হয়। অনেকে একে ‘ব্যাক্টেরিয়াল অ্যাকনে’ বলেও ভুল করেন।
খুশকি তাড়ানোর শ্যাম্পুর মধ্যে ‘সোডিয়াম বেনজয়েট’ বা ‘কিটোকোনাজল’-এর মতো নানা রকম রাসায়নিক থাকে। মাথার ত্বক থেকে খুশকি তাড়াতে এই ধরনের শ্যাম্পু বেশ কাজের। মাথার ত্বকের খুশকি থেকে কপালে, পিঠে ব্রণ হলে সে ক্ষেত্রেও এটি কার্যকরী। কিন্তু যাঁদের ত্বক অতিরিক্ত স্পর্শকাতর, তাঁদের ত্বকে এই ধরনের প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। সবার ত্বকের জন্য তা উপযুক্ত নয়।
Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter