নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত | পড়ুন মিনিটে
জাঁকজমকপূর্ণ পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো। গত ৪ সেপ্টেম্বর বুধবার।নিউইয়র্কের ফার্মিংডেল বাউন্ডারি এভিনিউস্থ ‘দ্যা রয়েল পাম’ বেঙ্কুইট’এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর টেরি পালাদিনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গর্ভর্ণর মাধাদি সাই ও আমাদো সাই। লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের বরণ ও সার্টিফিকেট প্রদান করেছেন প্রধান অতিথি লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর টেরি পালাদিনি। অনুষ্ঠানের মূল অধ্যায় নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন এম এস আলম। প্লেজ অব এলিগেন্স পরিচালনা করেন লায়ন আনিসুল ইসলাম টনি। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। লায়ন টোস্ট পরিচালনায় ছিলেন ক্লাবের ট্রেজারার এফইএমডি রকি। এরপর প্রিয়া ডায়েস গ্রুপ ২টি উপভোগ্য নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথিসহ আরো উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও ফাস্ট ভাইস ডিস্টিক্ট গভর্ণর লায়ন আসেফ বারী টুটুল, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ,ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন এড. মতিউর রহমান,নতুন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল, পাস্ট প্রেসিডেন্ট ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান আমেনা নেওয়াজ, ইভেন্ট কনভেনর ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এমডি মশিউর রহমান মজুমদার ও মেম্বার সেক্রেটারি ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি গোলাম এন হায়দার মুকুট।
এবারের অভিষেক অনুষ্ঠানের চিফ কো অর্ডিনেটর লায়ন নুরুল আজিম ও কো অর্ডিনেটর লায়ন আলমগীর খান আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেএফএম রাসেল ও শারমিনা শিরাজ সোনিয়া।
আগত অতিথিদের অভ্যর্থনা জানান ক্লাব প্রেসিডেন্ট রকি আলিয়ান এবং বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ,ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন এমডি মতিউর রহমান, সাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী, লায়ন আহসান হাবিব, লায়ন।
ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি টেরি প্যালাদিনি ও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শাহ এম নেওয়াজকে ক্রেস্ট প্রদান করা হয়। নব নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ানকে ক্রেস্ট প্রদান করেন লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আমেনা রানো নেওয়াজ ও সেক্রেটারি লায়ন জেএফএম রাসেলকে ক্রেস্ট প্রদান করেন লায়ন আসেফ বারী টুটুল ও লায়ন মুনমুন হাসিনা বারী। ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাঈদকে ক্রেস্ট প্রদান করেন লায়ন গিয়াস আহমেদ ও লায়ন এটিএম হেলালুর রহমান। ফাউন্ডার পাস্ট প্রেসিডেন্টকে ক্রেস্ট প্রদান করেন চার্টার মেম্বার লায়ন তারেক হাসান খান ও লায়ন একেএম রফিকুল ইসলাম ডালিম। সাবেক ক্লাব প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার লায়ন আহসান হাবিবকে ক্রেস্ট প্রদান করেন লায়ন কামরুল মজুমদার ও লায়ন রুহুল আমিন। নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ আলীকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায় একেএম রশিদ ও লায়ন হারুন ভূইয়া। ডিস্ট্রিক্ট ২০—আর২ এর ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাদিনি লায়ন আসেফ বারী টুটুল, লায়ন শাহ নেওয়াজ, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন মুনমুন হাসিনা বারী, লায়ন জেএফএম রাসেল ও লায়ন আনিসুল ইসলাম টনি কে সাইটেশন প্রদান করেন। এছাড়াও এ্যাওয়ার্ড ও রিকোগনাইজেশনে বেশ কয়েকজনকে ভূষিত করা হয়। লায়ন ফাহাদ সোলায়মান কাউন্সিলম্যান স্টিফেন রাগার পক্ষ থেকে কয়েকজন সদস্যকে সাইটেশন প্রদান করেছেন।
সকল লায়ন একত্রিত হয়ে অনুষ্ঠানে কেক কেটেছেন। বাংলাদেশের ফ্লাড ভিকটিমদের জন্য তোলা হয় অনুদান।
অনুষ্ঠানে ক্লাবের বেশিরভাগ সদস্যই উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ,সেক্রেটারীসহ কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রবাসের খ্যাতনামা ও জনপ্রিয় শিল্পীগণ। যাদের মধ্যে ছিলেন কৃষ্ণা তিথি, আমেনা নেওয়াজ, ও অনিক রাজ।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৪—২৫ সালের নতুন কমিটির অভিষিক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, প্রেসিডেন্ট— লায়ন রকি আলিয়ান, সেক্রেটারি— লায়ন জেএফএম রাসেল, ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট— লায়ন শাহ এম নওয়াজ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট— লায়ন একেএম রশিদ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট— লায়ন এমডি মশিউর আর মজুমদার, থার্ড ভাইস প্রেসিডেন্ট— লায়ন মোহাম্মদ হাসান (জিলানি), ফোর্থ ভাইস প্রেসিডেন্ট— লায়ন রুহুল আমিন, ফিফ্থ ভাইস প্রেসিডেন্ট— লায়ন কামরুল মজুমদার, ট্রেজারার— লায়ন ফেমড রকি, জয়েন্ট সেক্রেটারি (এডমিন)— লায়ন আনিসুল ইসলাম টনি, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট), লায়ন গোলাম এন হায়দার মুকুট, টেইল টুইস্টার— লায়ন জাহাঙ্গীর জয়, লায়ন টেমার— লায়ন আসাদ চৌধুরী, মেম্বারশিপ চেয়ার— লায়ন আহমেদ সোহেল। ডাইরেক্টরদের মধ্যে রয়েছেন, লায়ন আমেনা নওয়াজ, লায়ন নুরুল আজিম, লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন আকাশ রহমান, লায়ন একেএম আর ডালিম, লায়ন এটিএম হেলালুর রহমান, লায়ন মাসুদ রানা তপন, লায়ন এনামুল হক এনাম, লায়ন চৌধুরী আবুল কাশেম, লায়ন এএফ মেসবাহুজ্জামান, লায়ন মোস্তফা রাজ অনিক, লায়ন এমডি মফিজুর রহমান, লায়ন মোহাম্মদ আবুল কাশেম, লায়ন সরোয়ার খান বাবু, লায়ন মোহাম্মদ জাকির হোসেন (জুয়েল), লায়ন মো: এবি সিদ্দিক, লায়ন আনোয়ার জাহিদ। এলসিআইএফ সমন্বয়কারী— লায়ন মুনমুন হাসিনা বারী, ক্লাব সার্ভিস চেয়ারপারসন— লায়ন আবদুর রশিদ বাবু, ও ক্লাব মার্কেটিং চেয়ারপারসন আলমগীর খান আলম।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৪—২৫ সালের নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, লায়ন মতিউর রহমান, লায়ন নাসির উদ্দিন, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী টুটুল, লায়ন আহসান হাবিব, লায়ন এম.এস. আলম, রেজা রশিদ, লায়ন গিয়াস আহমেদ, লায়ন মোহাম্মদ আলী, লায়ন মঈন চৌধুরী, লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন হারুন ভূঁইয়া, লায়ন কাজী এস আজম ও লায়ন ফিরোজ আহমেদ। এ্যাওয়ার্ড প্রেজেন্টেশনে সহায়তা করেন লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন আবদুর রশিদ বাবু ও লায়ন আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট শাহ এম নেওয়াজ ও সেক্রেটারি জেএফএম রাসেল।
Posted ৭:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam