শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার দুই শহরে অভিযান ‘সমাপ্ত’ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজার দুই শহরে অভিযান ‘সমাপ্ত’ করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস ও দেইর আল বালাহ শহরে সামরিক অভিযান ‘সমাপ্ত’ করেছে ইসরায়েল। শুক্রবার অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।

ইসরায়েলি বাহিনীর দাবি, মাসব্যাপী অভিযানে আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় গত ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা এখনো জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com