
আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 75 বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে অভিনব উৎপাত দেখা দিয়েছে। তবে এর সঙ্গে রাজনীতিবিদরা জড়িত নন। ভবনটি দখল করে নিয়েছে একদল ইঁদুর। বড় ইঁদুরগুলো রাতভর সেখানে দৌড়ঝাঁপ করতে থাকে। শুধু তাই নয়, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে ফেলছে তারা।
ইঁদুরের উপদ্রব ঠেকাতে এখন পেস্ট কন্ট্রোল কোম্পানির শরণাপন্ন হতে চাইছে পার্লামেন্ট কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। খবর বিবিসির
সম্প্রতি পার্লামেন্টের আনুষ্ঠানিক একটি কমিটি ২০০৮ সালের বিভিন্ন বৈঠকের কাগজপত্র দেখতে চায়। নথিগুলো সংগ্রহ করার পর দেখা যায়, এর বড় অংশই ইঁদুরে কাটা। এরপরই সমস্যাটি বড় আকারে সবার সামনে আসে।
পাকিস্তানের জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বলেন, এখানকার ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। ইঁদুরের উপদ্রব ঠেকাতে কর্তৃপক্ষকে ইতোমধ্যে ১২ লাখ রুপি বার্ষিক বরাদ্দ ঘোষণা করতে হয়েছে। দ্বিতীয় তলাতেই ইঁদুরের উৎপাত বেশি দেখা যাচ্ছে। সেখানে সিনেটের বিরোধী দলের নেতার কার্যালয়ের অবস্থান। এ ছাড়া রাজনৈতিক দল এবং স্থায়ী কমিটির বেশির ভাগ সভা ওই তলাতেই হয়ে থাকে।
Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
nykagoj.com | Stuff Reporter