রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি, অনিয়ম আন্দোলনে হতাহত নিয়ে জিজ্ঞাসাবাদ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতি, অনিয়ম আন্দোলনে হতাহত নিয়ে জিজ্ঞাসাবাদ

আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় বেশ কয়েকজন প্রভাবশালীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা কেউ কেউ বলেছেন, শিক্ষার্থীদের দাবি শুরুতে আমলে না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে যায়।

রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ১০ দিনের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পল্টন থানার আরেক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে আছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। নিউমার্কেট থানায় আরেক মামলায় ৮ দিনের রিমান্ডে আছেন সদ্য অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান।

পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেছেন, শুরুতে শিক্ষার্থীদের দাবি আমলে না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইন্টারনেট ব্ল্যাক আউটের বিষয়ে প্রশ্ন করা হলে পলক স্পষ্ট কোনো জবাব দেননি বলে সূত্রটি জানায়। আন্দোলনকারীদের বলপ্রয়োগ ও গুলির ব্যাপারেও তাঁর কাছে জানতে চাওয়া হয়। তবে এ প্রশ্নে তিনি নিশ্চুপ ছিলেন। জিজ্ঞাসাবাদে একজন বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের গভীরতা বুঝতে সরকার ব্যর্থ হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেক সূত্র জানায়, প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদে একাধিক টিম কাজ করছে। তাদের কাছে অনেক তথ্য জানতে চাওয়া হবে। এরই মধ্যে যেসব তথ্য পাওয়া গেছে, তা যাচাই-বাছাই চলছে। কার কী ধরনের দায়– তা বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতি-অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নেওয়া হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিসভার অনেক সদস্য ও আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। তবে গত মঙ্গলবার গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এর আগে গত ৬ আগস্ট বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলককে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তাঁকে ফেরত পাঠানো হয়। পুলিশ জানায়, পলক পরে খিলক্ষেতের নিকুঞ্জ-১-এর একটি বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গত ১৪ আগস্ট রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com