শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জম্মু-কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা

ভারতের জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। আর হরিয়ানায় হবে এক দফায়। খবর এনডিটিভির।

জম্মু ও কাশ্মীরে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। হরিয়ানায় ভোট হবে শুধু ১ অক্টোবর। দুটি বিধানসভা ভোটেরই এক সঙ্গে গণনা হবে ৪ অক্টোবর। গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র এবং কমিশনকে নির্দেশ দিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে। এরপরই নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৪ সালের পরে আবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে।

কমিশন জানিয়েছে, ২০১১ সালের জনসংখ্যার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অভিযোগ উঠেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুপ্রধান জম্মুতে মুসলিমপ্রধান কাশ্মীর উপত্যকার তুলনায় বেশি আসন বাড়ানো হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ২০ আগস্ট প্রকাশিত হবে জম্মু ও কাশ্মীরের চূড়ান্ত ভোটার তালিকা। তবে নির্বাচনী প্যানেল জানিয়েছে, প্রায় ৯০ লাখ মানুষ বিধানসভায় ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com