শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভের নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দাঙ্গাবাজদের শাস্তি চাই: শেখ হাসিনা

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   43 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিক্ষোভের নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দাঙ্গাবাজদের শাস্তি চাই: শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বলেছেন, প্রতিবাদের নামে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এসময় ছাত্র শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা-কর্মী, পথচারীদের হত্যা করা হয়েছে। এমনকি যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে। আমি এই দাঙ্গাবাজদের শাস্তি চাই, বিচার চাই।’ খবর এনডিটিভির।

মঙ্গলবার এনডিটিভি ওই প্রতিবেদনে শেখ হাসিনা আরও বলেন, ‘যারা আমার মতো তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের জন্য আমি গভীর সমবেদনা জানাই। এবং যারা এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তদন্ত করে তাদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানাই।’

আন্দোলনকারীদের টার্গেট শুধু তিনি ছিলেন না দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমরা যে বাড়িতে বেড়ে উঠেছি সেই বাড়িটিও টার্গেট করা হয়েছে। সেখানের জাদুঘরটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ কাজের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান দেখানো হয়েছে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, আত্মসম্মান পেয়েছি, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। আমি দেশবাসীর কাছে এর বিচার দাবি করছি।’

Facebook Comments Box

Posted ৩:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com