শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুরস্কে ঢুকে পড়া ইউক্রেনের সৈন্যদের হঠাতে মরিয়া রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুরস্কে ঢুকে পড়া ইউক্রেনের সৈন্যদের হঠাতে মরিয়া রাশিয়া

রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনা সদস্যরা। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম মস্কোর এত ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাদের প্রতিরোধে রুশ বাহিনী পাল্টা হামলা শুরু করেছে। সেখানে অতিরিক্ত সেনাসদস্য পাঠিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনও সেখানে তাদের সেন্য সংখ্যা বাড়াচ্ছে। খবর- রয়টার্স।

রাশিয়ার ভেতরে ইউক্রেনের এই হামলায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনের দুর্বলতার চিত্র সামনে এসেছে। পুতিন একে উস্কানি হিসেবেও দেখছেন। ইউক্রেনের সেনাবাহিনী সেখানকার বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। এ পরিস্থিতিতে দেশটির তিন অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। অঞ্চলগুলো হলো ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক, বেলগোরদ ও ব্রিয়ানস্ক। গত এক সপ্তাহ ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন।

রাশিয়ার মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে। দেশটির অভিযোগ, ইউক্রেন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে তারা শনিবার রাতে ইউক্রেনের ১৪টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া রাশিয়ার অন্য অঞ্চলে ইউক্রেনের আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, ইউক্রেনের সেনা সদস্যদের এখনও সীমান্তের ওপারে পাঠানো যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো শনিবার রাশিয়ায় অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের ‌ধন্যবাদ জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ায় অভিযান নিয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরস্কির সঙ্গে আলোচনা করেছেন তিনি। ‌ইউক্রেন প্রমাণ করেছে, তারা ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে বলেন জেলেনস্কি।

রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে ৭৬ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের প্রতিরক্ষায় ট্যাংক ও রকেট লঞ্চিং সিস্টেম পাঠিয়েছে রাশিয়া।

রাশিয়া বলছে, এক হাজারেরও বেশি ইউক্রেনের সেনা সদস্য ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে মঙ্গলবার সকালে কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com