
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 180 বার পঠিত | পড়ুন মিনিটে
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’—এর প্রতিনিধি দল ৭ জুলাই, রোববার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছে। এনআরবি ওয়ার্ল্ড—এর সভাপতি মোহা: সাহিদুজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেন। এনআরবি ওয়ার্ল্ড—এর পাশাপাশি মোহা: সাহিদুজ্জামান বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি এবং সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
এনআরবি ওয়ার্ল্ড—এর প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে এনআরবি ওয়ার্ল্ড—এর লক্ষ্যসমূহ, উদ্দেশ্যাবলী, পরিকল্পনা এবং কর্ম কাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারা এনআরবি ওয়ার্ল্ড—এর প্রকাশনা ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’ উপহার হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এসব প্রকাশনায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সফলতার কথা রয়েছে। পাশপাশি বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের সফলতার কথাও রয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে জানানো হয় যে, এসব প্রকাশনা নিয়মিতভাবে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী এবং বাংলাদেশীরা নিয়মিতভাবে পেয়ে যান।
তারা জানান, এই সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন করে আসছে, একইসঙ্গে প্রবাসে বসবাসরত মেধাবী পেশাজীবী এবং উদ্যোক্তাদের দেশের উন্নয়নে যুক্ত করতেও তারা কাজ করছেন। তারা বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও উদোক্তাদের একটি প্ল্যাটফর্মে আনার জন্য কাজও করছেন। তারা আনন্দের সাথে রাষ্ট্রপতিকে জানান যে, ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশের প্রায় কয়েক হাজার প্রবাসী ‘এনআরবি ওয়ার্ল্ড’—এর সদস্য হয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এনআরবি ওয়ার্ল্ড—এর প্রতিনিধিদলকে তাদের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য সাধুবাদ জানিয়ে দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
এই অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ড প্রতিনিধি দলের পক্ষ থেকে আসন্ন ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪—এ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’—এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের মূল্যবান গাইডলাইন দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
‘এনআরবিওয়ার্ল্ড’—এর প্রতিনিধি দলে ছিলেন ওবিইডিবিএ, উপদেষ্টা ও এনআরবি ওয়ার্ল্ড, চেয়ারম্যান ইকবাল আহমদ,ইউএস বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্স সহ—প্রতিষ্ঠাতা আজিজ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনআরবি ওয়ার্ল্ড, ও সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যবস্থাপনা পরিচালক এম. মুরাদ ইউসুফ সিআইপি, ভাইস প্রেসিডেন্ট, এনআরবি ওয়ার্ল্ড অলি খান , এনআরবি ওয়ার্ল্ড মোহাম্মদ আইয়ুব আলী, পিএমজেএফ, চেয়ারম্যান, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম লায়ন এম কে বাশার , কোষাধ্যক্ষ, এনআরবি ওয়ার্ল্ড রুদমীলা নওশীন, যুগ্ম মহাসচিব, এনআরবি ওয়ার্ল্ড নুরুল আজিম, এ ভাইস প্রেসিডেন্ট ম আর আমানুল ইসলাম (আমান), প্রতিষ্ঠাতা, এনআরবি ওয়ার্ল্ড, ব্যবস্থাপনা সম্পাদক, বিজনেস আমেরিকা, সম্পাদক ও প্রকাশক এনামুল হক এনাম।
এনআরবি ওয়ার্ল্ড—এর পক্ষ থেকে জানানো যে, তাদের বেশিরভাগেরই পরিবারের সদস্যরা এদেশে বসবাস করেন। এনআরবিরা তাদের এদেশে বসবাসরত সদস্যদের নিয়ে চিন্তামুক্ত থাকতে চান। এনআরবি ওয়ার্ল্ড এ বিষয়ে কাজ করার জন্য ‘এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম’ চালু করেছে। যার মাধ্যমে এদেশে বসবাসরত সদস্যরা প্রয়োজনীয় সহায়তা পাবেন। এছাড়াও বাংলাদেশে এনআরবিরা যাতে ঝামেলামুক্তভাবে অবস্থান করতে পারেন সেজন্য তাদের জন্য এনআরবি ওয়ার্ল্ড বিভিন্ন সেবা পরিচালনা করছে। এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম যাতে এদেশে চাহিদামাফিক কাজ করতে পারে এজন্য সংশ্লিষ্ট সরকারি কতৃর্পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা তারা চান, এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়ার জন্য তারা মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখায় এনআরবিদের ভূমিকা নিশ্চিত করা এবং নিজেদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘এনআরবি ওয়ার্ল্ড’ আসছে ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪ সিঙ্গাপুরে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে। যাতে বিশ্বের প্রায় ৫০টি দেশের এনআরবিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
শত ব্যস্ততার মাঝেও তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া, তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনা এবং ‘এনআরবি ওয়ার্ল্ড’কে আরও কার্যকর করার লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনা দেওয়ার জন্য এনআরবি ওয়ার্ল্ড—এর প্রতিনিধিদলের সদস্যরা মহামান্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান।
Posted ২:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
nykagoj.com | Monwarul Islam