রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসামে পানিবন্দি ২৭ জেলার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসামে পানিবন্দি ২৭ জেলার মানুষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে ভয়াবহ বন্যায় বুধবার আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে। রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ২৭টির ২ হাজার ৮০০টি গ্রাম বন্যাকবলিত। ফলে ওইসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন ১৬ লাখ ২৫ হাজার মানুষ।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা পিটিআই আজ বৃহস্পতিবারে এ খবর জানায়। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ হাজার ৩৭৭ জনকে উদ্ধার করেছেন।

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। বাঁধ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে।

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আছে- হোজাই, জরহাট, কামরূপ, কামরূপ মহানগর, পূর্ব কার্বি অ্যাঙলং, পশ্চিম কার্বি অ্যাঙলং, করিমগঞ্জ, লাখিমপুর, মাজুলি, মরিগাঁও, ন্যাগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, বারপেটা, বিশ্বনাথ, কাচার, চারাইদেও, চিরাং, দারাং, ধেমাজি, ধুবরি, ধিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি ও তিনসুকিয়া।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ধুবরি জেলা। সেখানে দুই লাখ ২৩ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন। এরপরই আছে দারাং ও রাখিমপুর। এ দুই জেলায় যথাক্রমে ১ লাখ ৮৪ হাজার ও ১ লাখ ৬৬ হাজার বাসিন্দা বন্যাকবলিত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাজিরঙ্গা জাতীয় পার্ক। সেখানে অন্তত ১৭টি বন্যপ্রার্থী মারা গেছে। ৭২টি পশুকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com