সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সীমিত আকারের এসাইলাম ঘোষণাঃ রিপাবলিক্যানদের প্রত্যাখান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীমিত আকারের এসাইলাম ঘোষণাঃ রিপাবলিক্যানদের প্রত্যাখান

নির্বাচনের বছরে সীমিত আকারে এসাইলামের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ১০ লাখ কাগজপত্রহীন অভিবাসী বৈধতা পাবেন। স্বপ্নের আমেরিকায় নাগরিকত্ব পাবার পথ উন্মোচিত হবে। এ ঘোষণার আওতায় ১০ বছরের অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রে বাসবাস করছেন, অবৈধ কিন্তু আমেরিকান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং ডাকা রিসিপিয়েন্টস অভিবাসীরা রয়েছেন। জুলাই নাগাদ এর কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার ১৮ জুন হোয়াইট হাউজ থেকে ইস্যুকৃত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ ঘোষণা দেন। এতে প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টিকে দোষারোপ করে বলেন, কংগ্রেসে রিপাবলিক্যান সদস্যদের কারনে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও ভঙ্গুর ইমিগ্রেশন ব্যবস্থাকে ঠিক করা যাচ্ছে না। ন্যাশনাল এই ইস্যুতে তারা দলীয় সংকীর্ণতার পরিচয় দিচ্ছে।

ঘোষণায় বলা হয়, কাগজপত্রহীন ইমিগ্রান্টদের বসবাস গত ১৭ জুন সোমবার পর্যন্ত ন্যুনতম ১০ বছর হতে হবে।থাকতে হবে নিয়মিত ট্যাক্স প্রদানের রেকর্ড। ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। আমেরিকানদের বৈবাহিক সূত্রে আবদ্ধরা এখনই গ্রীন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ৩ বছর পূর্ন হলেই নাগরিকত্ব গ্রহনের সুযোগ। ইমিগ্রেশন এডভোকেটসরা বলছেন, প্রেসিডেন্টের এ ঘোষণা একটি ‘সীমিত আকারের এসাইলাম’। এতে ১০ লাখ অবৈধ বা কাগজপত্রহীন অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন। ডাকার অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধ বাবা মায়ের সাথে আসা ৬০ হাজার যুবক যুবতীর ভিসা ও গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাদের গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। কোন কোম্পানীতে কাজ করছেন এমন প্রত্যায়ন পত্র থাকতে হবে তাদের। তাদেরকে হাই স্কিল্ড ওয়ার্কার হিসেবে বিচেনা করা হবে। ইস্যু করা হবে টেম্পোরারী ভিসা। একটি নির্দিষ্ট সময়ের পর গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারবেন।

হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের অভিবাসন আদেশকে বাতিল করার জন্য আদালতে যাবেন। আদালত বাইডেনের আদেশকে বাতিল বলে ঘোষণা করবে।।
আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসোসিয়েশনের নির্বাহী পরিচালক বেন জনসন বলেছেন, এই ঘোষণা আমেরিকান পরিবার এবং ব্যবসার চাহিদা পূরণে একটি সাহসী পদক্ষেপ। ১২ বছর আগে বারাক ওবামা’র ডাকা কর্মসূচির মতো এটিও লাখ লাখ ইমিগ্রান্টের ভাগ্য পরিবর্তন করবে।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com