
আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ এর তালিকাভুক্ত করেছে কানাডা। বিরোধী দলগুলোর দীর্ঘদিনের দাবি ও কিছু সংখ্যক ইরানী বংশোদ্ভূত কানাডীয়দের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার ইরানের পাবলিক সেফটি মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এ সিদ্ধান্তের কথা জানান। তিনি এটাকে ‘বৈশ্বিক সন্ত্রাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। এতে আইআরজিসির সদস্যসহ ইরান সরকারের হাজার হাজার জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। খবর বিবিসির।
এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা ফার্স বলেন, কানাডার এ পদক্ষেপ ‘অবিবেচনাপূর্ণ’ ও ‘রীতিবিরুদ্ধ’।
আইআরজিসি ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাহিনীটিতে আনুমানিক ১ লাখ ৯০ হাজার সদস্য আছেন। এ আইআরজিসির মাধ্যমেই ইরান মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতা করে আসছে।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter