শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের, কৃতজ্ঞতা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   55 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের, কৃতজ্ঞতা পুতিনের

দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে, মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিংমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। খবর বিবিসির।

বুধবার স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম ও পুতিন। এ সময় তাঁরা এসব কথা বলেন।

কিম বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া।’ এর আগে কিম বলেছিলেন, দুই দেশই ‘নতুন সমৃদ্ধির’ সময়ে প্রবেশ করছে।

রুশ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়, কিম আরও বলেছেন, উত্তর কোরিয়া ‘রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা’ জোরদার করতে চায়।

এদিকে, ইউক্রেনের প্রতি ‘অটল’ সমর্থন দেওয়ায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান নীতির প্রতি আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের প্রশংসা করি। এ সময় পুতিন কিমকে বলেন, দশকের পর দশক ধরে চাপিয়ে দেওয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া।

এর আগে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে স্বাগত অনুষ্ঠানে যোগ দেন পুতিন ও কিম। সেখানে নানা আয়োজনে পুতিনকে স্বাগত জানানো হয়।

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com