রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   73 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি

ভার্জিনিয়া হিসলপ। ১০৫ বছর বয়সী এই নারী অবশেষে অর্জন করেছেন মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সৈনিক স্বামীর যুদ্ধে ডাক পড়ায় সে সময় অর্জন করতে পারেননি স্নাতকোত্তর ডিগ্রি। বাদ ছিল চূড়ান্ত থিসিস (গবেষণামূলক প্রবন্ধ) জমা দেওয়া। তবে দীর্ঘ ৮৩ বছর পর সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তাঁকে স্নাতকোত্তর ডিগ্রি দিল। খবর এনবিসি নিউজের।

গত রোববার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সমাবর্তন আয়োজন করে শিক্ষা বিষয়ে ভার্জিনিয়াকে স্নাতকোত্তর ডিগ্রি দেন। এ সময় ভার্জিনিয়া কালো গাউন পরা ছিলেন। শতবর্ষী এই নারীকে দেখা গেছে প্রাণোচ্ছল। যদিও তিনি ক্যাম্পাসে এসেছিলেন হুইল চেয়ারে।

মূলত তাঁর মেয়ের স্বামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ডিগ্রি দেওয়ার বিষয়ে যোগাযোগ করেন। এরপর তাঁকে জানানো হয়, ভার্জিনিয়ার যেই চূড়ান্ত থিসিস জমা দেওয়া বাকি ছিল, তা এখন আর জামা দেওয়ার প্রয়োজন নেই। তাঁকে ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহুল প্রতীক্ষিত এই অর্জনের বিষয়ে ওই অনুষ্ঠানে ভার্জিনিয়া বলেন, ‘আমি অনেক দিন ধরেই এটি পাওয়ার চেষ্টা করেছি। এখন স্বীকৃতি পাওয়ায় ভালো লাগছে।’

১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলে যুদ্ধে যাওয়ার জন্য ডাক পড়ে তার স্বামীর। এ কারণে ভার্জিনিয়া স্বামীর সঙ্গে ওকলাহোমায় চলে যান তিনি। সে কারণেই চূড়ান্ত থিসিস জমা দিতে পারেননি তিনি।

লস অ্যাঞ্জেলসে বড় হওয়া এই নারী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন ১৯৩৬ সালে। তিনি জানান, তাঁর ইচ্ছা ছিল আইন বিষয়ে পড়ার। তবে তাঁর বাবা আইন বিষয়ে পড়াতে রাজি হননি, এমনকি কোনো টাকাও দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। ফলে তিনি বাবার পছন্দ অনুযায়ী শিক্ষা বিষয়ে ভর্তি হন। পরে শিক্ষার প্রসারে তিনি কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। যুদ্ধের পর স্বামী জর্জের সঙ্গে ওয়াশিংটনে পারিবারিক পশুপালন ব্যবসায় যোগ দেন ভার্জিনিয়া। তাঁদের দুই সন্তান রয়েছে। তাদের বিয়েও দিয়েছেন।

Facebook Comments Box

Posted ২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com