রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলের উপকূল থেকে ১১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবকরা। ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এ সময় একটি ডুবন্ত নৌকা থেকে ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে সোমবার জানিয়েছে জার্মান দাতব্য সংস্থা রেস্কশিপ, ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের একটি সংস্থা।

নাদির নামে উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এ তৎপরতা চালায় রেস্কশিপ। এর মাধ্যমেই সাগর থেকে তুলে আনা হয়েছে জীবিত অভিবাসী ও নিহতদের লাশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি জানায়, যেসব অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে অন্তত দুজন অচেতন ছিলেন। স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ১০টি লাশ বের করা হয়েছে নৌকার নিচের ডেক থেকে। ডুবে যাওয়ার সময় তারা বের হতে না পারায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই পোস্টে সংস্থাটি বলে, ‘আমরা উদ্ধার হওয়া অভিবাসীদের পরিবারের সদস্যদের কথা ভাবছি, তাদের জন্য দু:খ হচ্ছে। একই সঙ্গে রাগও হচ্ছে। যারা জীবিত উদ্ধার হয়েছে, তাদের ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে যৌথ বিবৃতি দেয় জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)। সংস্থাগুলো জানায়, যেসব অভিবাসী ও উদ্বাস্তুকে রেস্কশিপ উদ্ধার করেছে তারা সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসেছেন।

Facebook Comments Box

Posted ২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com