
আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত | পড়ুন মিনিটে
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এসব তথ্য জানান। খবর রয়টার্সের।
কুয়েত পুলিশের কর্মকর্তা মেজর জেনারেল ঈদ রাশেদ হামাস বলেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।
আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, যে ভবনে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকেরা থাকতেন। ঘটনার সময় বিপুলসংখ্যক শ্রমিক সেখানে ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যজনকভাবে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটায় অনেকে মারা যান।
হতাহত শ্রমিকেরা কী কাজ করতেন এবং তাঁরা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগুন লাগার এ ঘটনায় প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে চারজন মারা গেছেন।
কর্তৃপক্ষ বলেছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter