রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মোদিকে পাঠানো এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও।

চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা লালন করবেন।’

তিনি বলেন, ‘আপনার দৃঢ় বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মোৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ। আমি আপনাকে আশ্বস্ত করছি– বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের উনয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে।’

কূটনৈতিক প্রতিবেদক জানান, বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, আমরা ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানাই, তারা ভালো ফল করেছে। একই সঙ্গে ভারতের জনগণকেও অভিনন্দন জানাই। তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে।

তিস্তা চুক্তির সম্ভাব্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ক্ষমতায় আগের সরকারই থাকছে। সুতরাং কোনো বিষয়ে নীতিগত পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। পানির ন্যায্য হিস্যা অনুযায়ী তিস্তা চুক্তির বিষয়ে দুই দেশে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com