আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ০৩ জুন ২০২৪ | প্রিন্ট | 61 বার পঠিত | পড়ুন মিনিটে
লোকসভা ভোটের ফল ঘোষণার আগে আবার জেলে যেতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। জামিনের মেয়াদ শেষে নতুন করে আর মেয়াদ না বাড়ায় রোববার কারা কর্তৃপক্ষের কাছে কেজরিওয়াল আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির নেতারা।
শনিবার ভারতের শীর্ষ আদালতে কেজরিওয়াল জামিন আবেদন করলে আদালত তা শুনতে অপারগতা প্রকাশ করে। ফলে তার আবার কারাগারে যাওয়া অনিবার্য হয়ে পড়ে।
দক্ষিণ ভারতের একটি কোম্পানিকে মদের লাইসেন্স পাইয়ে দিতে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে গত মার্চে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্তের দায়িত্বে থাকা ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কেজরিওয়াল তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। কারাগারে বসেই তিনি দিল্লির সরকার পরিচালনা করেছেন এবং আবারও তাই করবেন বলে জানিয়েছে তার দল।
ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় উচ্চকণ্ঠ কেজরিওয়ালের দল লোকসভা নির্বাচনে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে এককভাবে প্রার্থী দিয়ে সাড়া ফেলে।
১৯ এপ্রিল থেকে শুরু হয়ে সাত ধাপে ১ জুন দেশটির লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যার পর একে একে কেন্দ্রফেরত জরিপ প্রকাশ হয়। তাতে আভাস এসেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
আগামী ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা ও একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।
Posted ৪:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter