রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর উদ্বোধন আর উদ্বোধন: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   141 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ বছর উদ্বোধন আর উদ্বোধন: ওবায়দুল কাদের

সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার।’

শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‘আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে ছলচাতুরী করেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি। রাস্তাঘাট-সেতু করেছি, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। আর ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরী কোথায় করলাম?’

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করে। আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।

বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন আমীর খসরু

যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি তদবির করে যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল, কিন্তু সফল হননি।

তিনি বলেন, ‘একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ।’ সরকার কৃষিতে গুরুত্ব দেওয়ায় বৈশ্বিক সংকট সত্ত্বেও দেশে খাদ্যাভাব হবে না।

সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আহ্বায়ক চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক চিকিৎসক রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com